দিনে দিনে আমরা শুধু তলিয়ে যাচ্ছি,
অন্ধকার থেকে আরো অন্ধকারে,
গভীর থেকে আরো গভীরে।
আমরা তলিয়ে যাচ্ছি শঠতার কাছে,
নির্বাসিত আজি সততা আমাদের থেকে।
আমরা তলিয়ে যাচ্ছি বিবেকহীনতার কাছে,
বিবর্জিত আজি বিবেক আমাদের চিন্তা ও চেতনায়।
আমরা তলিয়ে যাচ্ছি মিথ্যার কাছে,
বিদুরিত আজি সত্য আমাদের কথনে।
আমরা তলিয়ে যাচ্ছি অনৈতিকতার কাছে,
বিতারিত আজি নীতিবোধ আমাদের বিবেক থেকে।
দিনে দিনে আমরা শুধু তলিয়ে যাচ্ছি,
অন্ধকার থেকে আরো অন্ধকারে,
গভীর থেকে আরো গভীরে।
আমরা তলিয়ে যাচ্ছি আশালীনতার কাছে,
বিবর্জিত আজ শালীনতা আমাদের জীবনাচারে।
আমরা তলিয়ে যাচ্ছি বিচারহীনতার কাছে,
দুষ্প্রাপ্য আজি সুবিচার মানুষের কাছে।
আমরা তলিয়ে যাচ্ছি পরশ্রীকাতরতার কাছে,
বড়ই আকাল আজি সমাজে হিতৈষী মানুষের।
আমরা তলিয়ে যাচ্ছি নীতিহীনতার কাছে,
বড়ই অভাব আজি নীতিবান মানুষের।
দিনে দিনে আমরা শুধু তলিয়ে যাচ্ছি,
অন্ধকার থেকে আরো অন্ধকারে,
গভীর থেকে আরো গভীরে।
এ ভাবে তলিয়ে যেতে যেতে আমরা একদিন
নিঃশেষ হয়ে যাব, মানুষের বাস অযোগ্য
হয়ে যাবে এ সমাজ, এ দেশ, এ পৃথিবী।
তাই এগিয়ে আস হে বিবেকবান সাহসী মানুষেরা,
সবাই মিলে রোধীতে হবে আজি সমাজের যত
অনাচার, অবিচার, অনৈতিকতা ও বিবেকহীনতা।
গড়িতে হবে সততা, নীতিবোধ, শালীনতা, মানবিকতা,
পরহিতৈষীকতা, মমত্ববোধ ও মহানুভবতা আমাদের মাঝে।
দিনে দিনে আমরা শুধু তলিয়ে যাচ্ছি,
অন্ধকার থেকে আরো অন্ধকারে,
গভীর থেকে আরো গভীরে।