সতত থাকিবে মনে,
আমাদের ছোট গ্রামখানি।
মায়ার বাধনে বাঁধা,
আমার নাড়ীর সাথে।
জন্মেছি হেথায় আমি,
কোন জোস্নালোকিত রাতে।
গড়েছি জীবন আমার,
কৃষকের বোনা ঘরে।
মায়াবী লতায় ঘেরা,
আমাদের ছোট ঘরখানি।
সবুজ শ্যামলে ঢাকা,
এর মাটি ও আকাশ।
আগরের ঘ্রাণে ভরা,
এর গাছ গাছালী।
মাঠের ফসলের রঙ,
আর কৃষকের মনের রঙ,
দেখা যায় হেথা,
মিলে মিশে একাকার।
মাঠের ফসলের ঘ্রাণ,
আর বাড়ীর ফুলের সৌরভ,
গড়েছে তাদের হৃদয় ও মন,
তাই এত সুন্দর,
তাদের মন ও মনন।
শৈশব কেটেছে আমার,
গ্রামের পাশে বহতা,
স্রোতস্বিনী নদীর পাড়ে।
মনের গতিও তাই,
সদাবহতা নদীর মত।
নদীর বহতা পানি,
খাল, বিল ও পুকুরের
বদ্ধ শীতল পানি,
আর সবুজ ফসলের মাঠ,
গ্রামের নির্মল বাতাস,
খালের বাঁশের সাঁকো,
আকা বাঁকা পথ,
ফসলের মাঠে আঁকা,
সোজা মেঠো পথ,
আজও আমায় বলে দেই,
জীবন গড়ার মন্ত্রণা।
গ্রামের মা, চাচীদের
সহজ সরল কথা,
গ্রাম্য স্কুলের মাস্টার,
সহপাঠী, খেলার সাথী,
গ্রাম্য গায়কের গান,
রাখালের সুরেলা বাঁশী,
গ্রাম্য চপলা বালিকা,
কৃষকের সংগ্রামী জীবন,
গুরুজন আর গ্রামবাসী,
আজও প্রেরণা জোগায়,
আমার জীবন চলার পথে।
সতত থাকিবে মনে,
আমাদের ছোট গ্রামখানি।