মনে পরে আজও, চুয়াল্লিশ বছর আগের,
১৯৭১ সালের সেই সাতই মার্চ।
ঢাকার রেসকোর্সে উত্তাল জনসমুদ্র,
তাতে দাঁড়িয়ে তর্জনী উচিয়ে গর্জে উঠা
বাঙ্গালীর শ্রেষ্ঠ সন্তান, মানুষের হৃদয়ের কবি,
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
শ্লোগানে শ্লোগানে মুখরিত রেসকোর্স প্রান্তর,
শ্লোগানের ধ্বনিতে ফিরে আসা প্রতিধ্বনি,
মানুষের মাথার হিল্লোলের প্রতিচ্ছবি,
শ্লোগানের তালে তালে উদ্বেলিত হাত,
দেখে মনে হয়, গ্রাম বাংলার অবারিত মাঠে,
বাতাসের তালে তালে হিল্লোলিত ফসল।
কবি ধীরে ধীরে এগিয়ে যায় মঞ্চের দিকে,
দৃপ্ত পদে, হিল্লোলিত হাতে, অভিবাদন দিতে দিতে,
হথাৎ নীরব নিস্তব্ধ, প্রান্তরের সকল কোলাহল,
থেমে গেল বাতাস, থেমে গেল হিল্লোল,
দেখে মনে হয় যেন পিন পতন নিরবতা,
সকলের অপলক দৃষ্টি, মঞ্চের ঐ কবির দিকে,
হঠাৎ গর্জে উঠল কবি কবিতার ছন্দে।
শুনিয়ে গেলেন মাত্র ঊনিশ মিনিটে,
তেইশ বছরের বঞ্চনার সুদীর্ঘ ইতিহাস।
কবি তর্জনি উচিয়ে হুংকার দিয়ে উঠে,
'এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,'
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
কি অপরূপ প্রেরণাদায়ী কবিতার ছন্দ,
উৎকণ্ঠিত জনতার মুখে আবার শ্লোগান
বাঁধভাঙ্গা আওয়াজ, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
জনতার প্রেরণা দেখে কবি আবার গর্জে উঠে,
‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব,
দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ’।
কবির কবিতার ছন্দে অভিভূত, নির্বাক জনতা,
মনে মনে খুজে শুধু একটি না বলা প্রশ্নের উত্তর,
এ সংগ্রামে জনতার করনীয় কি?
কবি কন্ঠে বেজে উঠে আবার কবিতার ছন্দ,
‘তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাক’।
কবির কন্ঠে উচ্চারিত ঐ একটি কথায়
জনতা পেয়ে যাই তাদের প্রতীক্ষিত উত্তর।
প্রত্যেকের অন্তরে স্রষ্টা অবলীলাই একে দেই
স্বাধীনতার স্বপ্ন, মুক্তির স্বপ্ন।
জনতা ফিরে যায় রেসকোর্স ছেড়ে,
অন্তরে অন্তরে স্বাধীনতার স্বপ্ন বুনে।
সাড়া বাংলা জুড়ে শুরু হয় রণপ্রস্তুতি,
সংগঠিত হতে থাকে মুক্তিযুদ্ধারা।
২৫ শে মার্চের কাল রাত্রে হায়েনারা
আঘাত হানে, সাড়া বাংলা জুড়ে।
নির্বিচারে হত্যা করে, লাখো নিরস্ত্র মানুষ,
ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবি, পুলিশ, ইপিআর,
আনসার ও সামরিক বাহিনীর সদস্যদের।
গ্রেফতার পূর্ব, ২৬ মার্চের প্রথম প্রহরেই,
বঙ্গবন্ধু ঘোষণা করেন দেশের স্বাধীনতা,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা।
প্রতিরোধে ঝাপিয়ে পরে মুক্তিযোদ্ধারা,
শুরু হয় স্বাধীনতা যুদ্ধ, মুক্তি যুদ্ধ।
পরিশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ রেসকোর্সে
আত্মসমর্পণের মাধ্যমে চুড়ান্ত হার মানে হায়েনারা,
জন্ম লাভ করে একটি স্বাধীন দেশ, বাংলাদেশ।
মনে পরে আজও, চুয়াল্লিশ বছর আগের,
১৯৭১ সালের সেই সাতই মার্চ।