সমাজে আছে কত,
অসহায় বৃদ্ধা জননী।
স্বজনের চরম হেলায়,
পরে আছে বৃদ্ধাশ্রমে,
নতুবা নিজ আলয়ে।
সন্তান থেকেও অনাশ্রিত,
কেহ থাকে বিদেশে,
আর কেহ দূর দেশে।
পাশে থেকেও আবার
কেহ থাকে বিদ্বিষ্ট।
স্ত্রীর মন্ত্রণায় পরে,
অপয়া আজ জননী।
অনাদর আর অনাহারে,
কাটে বিরহ বিরসে।
থাকে না সময় তাদের,
রাখিতে মায়ের খবর।
সারাদিন ভাবে শুধু,
কবে আসিবে মরণ।
ভুলিয়া গিয়েছে আজ,
ধরেছিল জঠরে তাদের।
নিজে অভূক্ত থেকে,
দিয়েছিল অন্ন তাদের।
কেটেছে অঘুম রাত্রি,
সেবিতে নিজের সন্তানেরে।
আর আজ কেহ নাহি,
করিতে তারে অনুকম্পা।
তুলিয়া দিবে মুখে,
দু-মুঠো অন্ন জল।
বিবেক বলিয়া কথা,
যাহা ছিল বিধিয়া
মানুষের দেহ মনে।
ফিরিয়া আনিলে তাহা,
কল্যান বহিবে আবার,
মানুষের ঘরে ঘরে।