স্বপ্নের সচ্ছলতা আনব বলে,
মায়ার বাধন ছিন্ন করে,
চলে এলাম দূর বিদেশে।
পানি যেরূপ বাস্প হয়ে
চলে যায়, দূর আকাশে,
আমিও সেরূপ এলাম উরে,
আমার স্বপনের দূর বিদেশে।
বাস্প আবার মেঘ হয়ে যে
ফিরে যায় তার জন্মস্থানে,
ঠিক তেমনি ফিরব আমি,
আমার মায়ার জন্মভূমে।
মেঘ যেমনি মনের জালায়,
নিত্য কাঁদে বৃষ্টি হয়ে,
তেমনি মোর অশ্রু ঝড়ে,
রেখে আসা মায়ার টানে।
বৃষ্টি যেরূপ তৃপ্তি খোজে,
ধরনী তলকে সিক্ত করে,
আমিও সেরূপ তৃপ্তি খোজি,
আয়ের টাকা প্রেরণ করে।
বৃষ্টি যেরূপ নিত্য হাসে,
মনের কষ্ট ভুলে গিয়ে।
আমিও সেরূপ নিত্য হাসি,
কষ্ট রেখে হৃদয় কোনে।