দেশে দেশে আজ কেন বাধে গৃহ যুদ্ধ?
যুদ্ধের ফলে গৃহহারা লাখ অবুঝ শিশু,
বিতারিত তারা নিজেদের জন্মভূমি হতে।
পাপীদের ক্ষমতার দন্ডের বলি হয়ে
অনাশ্রিত শিশুরা ঘুরে আশ্রয়ের খুজে,
কিন্তু অনাহুত তারা সভ্যতার কাছে।
আশ্রয়ের খোজে ঘুরে ঘুরে ডুবে মরে
অসহায়ভাবে সমুদ্রের অথয় লোনা জলে।
শেষাবধি আশ্রয় মিলে নিস্প্রাণ দেহের,
সাগরের জলে অথবা সমুদ্র তটে,
অভিমানে মুখ লুকাই সমুদ্র বালুকায়।
মানবতা আজ পতিত ভূমিতলে,
প্রতিবাদ নেই কোন মানুষের,
প্রতিকারও নেই বিশ্ব নেতাদের।
মরণাস্ত্র বিক্রয়ে বিভোর আজ
তথাকথিত বিশ্ব মোড়লেরা।
তাদের পাপের ইন্ধনের তাপে
শান্তির আবহ লীন বিশ্ব পরিমন্ডলে।
মানব সৃষ্ট সংকটে লয় হয়ে যাচ্ছে
বহু কাংখিত মানুষের সেই মানবাধীকার।
মুক-বধির আজ মানবাধীকারের প্রবাক্তারা,
মানুষের অধিকার হীনতায় যেন
আজ তাদের এক বিরাট অর্জন।
বড় অসহায় আজ সাধারণ মানুষেরা,
স্বাভাবিক মৃত্যুর নেই কোন নিচ্ছয়তা।
নিরাপত্তাহীনতায় যেন মানুষের প্রাপ্য।
আজ পাপীদের পাপের প্রায়শ্চিত দিচ্ছে
নিরীহ নিস্পাপ শিশু আইলানেরা।
বন্ধ হোক মানুষের এ হানা হানি,
ফিরে আসুক জীবনের নিরাপত্তা।
অন্ততঃ নিরাপদে বসবাস করুক,
নিস্পাপ শিশুরা নিজ নিজ জন্মভূমে।