মাওলা আমার, সৃজিল মোরে,
সৃষ্টি কোলের স্রেষ্ট রূপে।
মায়ের গর্ভে পাঠিয়ে দিয়ে,
গড়ল মোরে মানব রূপে।
রূহ যোগে, মানব শিশু
জন্ম নিল মায়ের কোলে।
মাওলার ইচ্ছায় অবুঝ আমি
মায়ের কোলে আশ্রয় পেলাম।
খাদ্য আমার আনজাম ছিল
তাঁরই ইচ্ছায় মায়ের বুকে।
অতুলনীয় এক মায়াবী আদর,
পেলাম আমি মায়ের কাছে।
পিতৃ স্নেহেও স্নাত হলাম
ধন্য করতে জন্ম আমার।
পিতা মাতার আদর স্নেহে
বেড়ে উঠলাম দিনে দিনে।
অবুঝ থেকে বুঝদার হলাম,
শৈশব থেকে কিশোর হলাম।
আবার কৈশুর থেকে যুবক,
যুবক থেকে পূর্ণ পুরুষ।
জ্ঞানে গুনে সাজিয়ে মোরে
থেলে দিল ভবের মাঝে।
ভেসে যাচ্ছি অথয় জলে
পাড়ি দিতে ভব লীলা।
ভবের খেলায় ভুলে গেছি,
হারিয়ে যাবে সব চেতনা,
ডুবে যাব চির নিদ্রায়।
তারই আগে সময় করে,
যোগাতে হবে রসদ অনেক।
রসদ ছারা ফিরে গেলে,
মওলার কাছে পরবো ধরা।
ব্যার্থ হবে সৃষ্টি মোরে
সৃষ্টি কোলের স্রেষ্ট রূপে।