প্রেমই যখন করিবে ভবে
কর প্রেমিক খোদার সাথে।
প্রেমে জোদা মিলবে খোদা,
খোদা বিনে আসল প্রেমিক,
মিলবে কোথায় ভবের বাজারে।
প্রেমিক ছাড়া প্রেম করিলে,
ঘটবে পতন দু’জনমে,
প্রেমিক চিনে প্রেম করিলে,
হবে সাধন দু’জাহানে।
ভজন কর খোদার তরে,
করলে ভজন ভক্তি যোগে,
আসবে প্রেম খোদার প্রতি।
খোদায় প্রেমে সৃজন যারে
সে যদি প্রেমিক না হয়,
সৃষ্টি তাহার ব্যার্থ হবে,
ইবলিশেরই কুট চালে।
রুহানী আবেশ জাগিয়ে তুলে
তাড়াও তারে দূর সুদুরে।
কলবে সাজাও প্রেমের ডালী
শুদ্ধি চালাও দেহ ও মনে।
তাড়াও মনের বদ খেয়ালি,
খোদার প্রেমো জাগাও মনে।
কোরান আর নবীর বাণী,
কলবে গাঁথ স্ব-যতনে।
প্রেমই যখন করিবে ভবে
কর প্রেমিক খোদার সাথে।