যদি আস আমার বাড়ি
পথ ভুলার নেইকো বালাই,
হেটে চলার মেথ পথই
নিশান করা আমার বাড়ি।


ধলাই নদীর পূর্ব পাড়ে
বাঁশ বাগানের ঝোপের ধারে,
আম কাঠালের গাছে ঘেরা
গ্রামের কোনে আমার বাড়ি।


নেইকো অভাব ফল ফলাদির,
লিচুর ডালে মিষ্ট লিচু,
কলা গাছে কলার ছরি,
আম গাছে আম দুলে।


পুকুর ভরা মাছ মাছালি,
রুই, কাতলা, মৃগেল, পুটি,


ধলাই নদীর পলির মাঝে
নিত্য ফলে ফসল কত,
শাক শবজি রবি শস্য,
লতায় লতায় লাউ-কুমড়া,


মাটির নিচে লুকিয়ে থাকে,
মুখির গোটা,  মিষ্টি আলু,
হরেক রকম দেশী আলু।


বাঁশের খুটিই হেলান দিয়ে
ঝুলছে কত লাল টমেটো,
বেগুন গাছে বেগুন দোলে,
বিন্দু নামের লংকাগুলো
দুলছে সদা গাছে গাছে।
ফুলের মত ফুলকপি সব
ফুটছে কত মাঠে মাঠে,
আস যদি আমার বাড়ি
খলয় ভরে দেব এসব।
যদি আস আমার বাড়ি
পথ ভুলার নেইকো বালাই,
হেটে চলার মেঠো পথই
নিশান করা আমার বাড়ি।।