একদিন আমি যাবো চলে এ ভুবন ছেড়ে,
সেদিন আমায় পাবে নাকো জনতার ভিরে।
তখন থাকবো আমি চিরস্থায়ী অচেনা এক নীরে,
পরবে কি মনে স্মৃতিগুলো, যা ছিল আমাকে ঘিরে?


জীবনে আমার যত সুখ-শান্তি কিংবা সম্মান,
থাকুক যত দুঃখ-যাতনা যতই অপমান।
হয়তো আমি অনেক বড়, হয়তো উদীয়মান,
যাবার বেলায় সব কিছুরই হবে চির অবসান।


আজ অনেকেই চলে যাবার দিনগুলোকে গুণছি,
কেউবা আবার নিত্য নতুন সুখের স্বপ্ন বুনছি।
লাভ কি তাতে? যেতেই হবে, কি আর আমি করবো?
শপথ করি যাবার আগে জীবনটাকে গড়বো।