যা পাবার তা নেই
যা পাচ্ছি তা হারাবার জন্যে প্রস্তত
রাখা যাচ্ছে না মুঠোয় উষ্ণ অতীত
বিষাদ হচ্ছে বিস্বাদ, তিতকুটে
টাটকা অবসাদের রেশ কেটে গেলে
কোন কোন কপট সুখ, আনন্দ আশ্রমে ভেড়ে
বিরতি নেয় না হাঁপিয়ে উঠার অবকাশেও।


যা আসবার তা আসছে না
যা এসে গেছে তারও চলে যাবার পা তৈরি
রাখা যাচ্ছে না মাথায় সু-আদ্র বর্তমান
নিলাম হচ্ছে সুখ, সুঘ্রাণ
বাসি হওয়া ভোর কালো হয়ে গেলে
কোন কোন বোকা বোধ, সন্ধ্যা অর্চনায় আসে
ঘুমিয়ে যায় না স্বপ্নের দাপাদাপিতেও।


যে আসবার কথা ছিলো
সে আসে না, থাকে না, রাখে না কিছুই
পুরনো হয় প্রতীক্ষা, ধীরে ধীরে।