সুবালিকা, যত্নের কমতি ছিলো না
জীর্ণ আপ্যায়নে তোমার
অভিমানী ওড়না, তবুও কেনো ভুলে যায় চেনা অনুযোগ
রাজ্য বদলের ধকল সামলে নিয়ে
প্রতিবার চুনকামের পর
নূতন ঠোঁট, বাসর পাতার ফুল, ঘরে তোলে শয্যা
বদলে যায় জিবের স্বাদ
শুঁকে ফেলা সুরের বহরও
ভেজা ঘাম ও ঘামিয়ে ফেলা বুকের জংলায়
কতো আর খুঁজবে চুড়ির খোসা


বর্ণময় রাত গুলো সাদা হতে হতে
যাতনায় নত হয় মাদুরে তোমার, বার বার
ভ্রষ্ট পাপ নিয়ে আমি নিরাপদে থাকি।