অনাবৃত কথার ভেতর
বোধের ব্যাপারটা অচেনাই থেকে যায়
বিমর্ষতা আঁকড়ে ধরেইতো একজন মানুষ
কেবল ঝুলে থাকতে পারে তার নিরপরাধ শূন্যতায়
আমি আপাদমস্তক একজন
শুন্য মানুষ হয়ে দেখেছি
কি ভীষণ আপেক্ষিক হয়ে গেছিলো
অহরহ এই শুন্যতা আমার


আমি হেঁটেছি, আর হেঁটেছি
আবাদী জমির আলে বসে
ভাসতে চেয়ে আক্ষেপে থেকেছি অনেকটা দিন
ভাসিনি, হাওয়ার তাল বাজায়নি আমাকে
ফিরিয়ে দিয়েছে ইশারায়


আমি ভেবেছি, আর ভেবেছি
পাপড়ির পাতে যে গন্ধ, তারও বসবাস তো শূন্যেই
আমি ছুঁতে পারিনি, কেবল শুঁকেছি
বাতাসের বাসায় উঁকি দিয়ে দেখেছি
স্তূপাকার একজন আমাকেই।


১৩.০৬.১৪