একুশ মানেই অহংকার একুশ মানেই হাসি,
বাংলাকে মোরা ভালোবাসি যেন কামার কুমোর চাষি
একুশ মানেই দামাল ছেলেদের জীবনের সেরা স্মৃতি,
আজীবন মোরা বহিয়া চলিবো কখনো হবেনা ইতি।
অমর একুশে- তোমায় ভালবেসে পাই যে মধুর সুখ,
তুমি পাশে এলে- সবি যাই ভুলে থাকেনা কোন দূখ।
তুমি গেলে দূরে- স্মৃতি মনে পড়ে, নেমে আসে অমানীষা,
তুমিহীনা কেন- পাল্টে যাই যেন হারিয়ে ফেলি দিশা।
তোমার কারনে - কত মা ও বোনে হারিয়ে বুকের ধন,
বাংলা করিতে রাষ্ট্রভাষা - বিলিয়ে দিয়েছে প্রাণ
মন ভোলানো-শুনি যত সুর হৃদয় গহিণে আজ,
আসিলে ডাক মুখিয়া থাকিবো সাজিয়া বীরের সাজ।
প্রস্তুত আমি করিতে বরণ হাসিমাখা শহিদি মরণ
শত ব্যথার মাঝে- সকাল সন্ধ্যা সাজে ,তোমাকে রাখিব স্মরণ।
পাইতাম যদি শহিদ ভাইদের, জড়িয়ে দুটি চরণ
করিতাম রাজকীয় কায়দায়,বীর শহিদদের বরণ।
কত শহীদ করেছে সেদিন তাজা রক্ত দান,
বাংলা ভাষাকে ভালবেসে মোরা রাখি যেন সে মান।