নূপুরের দাম হাজার টাকা,
কিন্তু তার স্থান পায়েই হয়।
টিপের দাম এক টাকা হলেও
তার স্থান কপালে।
যে নুনের মতো তিতকূটে জ্ঞান দেয়,
সেই আসল বন্ধু।
ইতিহাস সাক্ষী আছে,
নুনে কখনো পোকা ধরেনি।
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে। পিপড়াঁরাও ছাড়েনি।
মোম বাতি জ্বালিয়ে মৃত মানুষ কে স্বরন করা হয়,
আর মোন বাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না।
আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ আছে। এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয়না।
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি জল মেশান নি তো।
আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই।
আমরা মানুষ বড়ই আজব প্রানী।