রাজ্য ছাড়া রাজা যেমন থাকে কুপোকাত
ঠিক তেমনি ছােট্রমণি থাকতাম হয়ে কাত
বড় ভাইজান এসেই ঘরে ধরতেন দুটি হাত
দাড় করানোর ব্যার্থ চেষ্টায় বলতো ব্যাটা ধ্যাত ।


একটু বাদেই জুঁই মামণি ধরে দুটি পা
উড়বে কবে ? এদেশ ওদেশ হয়ে পাখির ছা ।


খানিক বাদে বাড়ির মোড়ল মোটা আওয়ােজে
বলতো ওরে মানিক আমার ক্ষুধায় খাওয়াজে
ওঘর থেকে আসতো আওয়াজ ওরে বাবুযে
খানিক আগে উদর ভরে দিলাম হাবুজে।

নান্নুমণি নাকটা ধরে দিতেন যদি টান
চিৎকার মেরে হতাম যেমন জোয়ারে ভাঙে বান ।


এত্ত কিছু বলছি আমি জানেন কিতা কার ?
এটাই আমার সর্বকালের সোনার পরিবার !!!