ভর দুপুরে তাল পুকুরে
ইচ্ছে হয় যে মারি ডুব
এমন সময় পড়ছে মনে
মনে পড়ছে তারে খুব।


ভাবনা মাঝে, সকল কাজে
বুকের ভেতর সুর বাজে
মেঘ বালিকা নীল আকাশে
শুভ্র ছায়ায় সঙ সাজে।
ইচ্ছে দুপুর প্রেমের নুপুর
একলা দাওয়ায় বাজায় সুর
মন গহীনে উঁকি মারি
হৃদয় আবাস কত দূর!


মনপাখিটা এদিক ওদিক
ইচ্ছে হলেই যায় উড়ে
বুকের খাঁচায় পোষ মানে না
উড়াল মারে ওই দূরে।
দাওয়াই খুঁজি আনতে তারে
হৃদয় মন্ত্রণার বশে
নিপুণ ওঝা সে যে ভীষণ
মন্ত্রণা সব যায় খসে।


একলা একা মাঝ দুপুরে
ঝিমাই শুধু ভাবনাতে
তারই ছবির প্রতিফলন
ঘটে মনের আয়নাতে।
তাকে বেঁধে রাখার ছলে
বেঁধে ফেলি নিজকে রোজ
পাষাণ হৃদয় বড়ো যে তার
নেয় না কভু আমার খোঁজ।


০১নভেম্বর২০১৪।