তুমি একটা কিংবা একশটা
তারা গুনে হয় যতটা
কিংবা পিপীলিকা।।
মরুর বুকে ফাটল সংখ্যা
অথবা সমুদ্রে নীল তিমি
অবশেষে বাঘের সংখ্যা
সুন্দরবনে।।
তোমার জন্য অসীম সংখ্যা
ক্রমিক অথবা রাশী।।
তোমার জন্য দোয়ার খোলা
সংখ্যা অনেক বেশী।।
মৌলিক দুয়ার একঘেয়ে
ছায়া ফেল আসো-
অন্য দুয়ারে।।
দুয়ারের কোন জাত পাত নেই
নেই সংখ্যার সীমাবদ্ধতা।
দুয়ার খুলে সব বসে আছে
তুমি আাসবে বলে।
রিষি, মনিষী, সিভিল সোসাইটি
দুয়ারে পর্দা তুলেছে মাখন খাবে।
পাশের বাড়ির  শান্ত, সাদাসিধে
নুরুমিয়া। সেও দুয়ার খুলেছে-
গোপনে।
অসংখ্য দুয়ার দেয়ালের চারদিকে।
এবার এসো ডিজিটাল অ্যাপ্সের দুয়ারে
এ এক নতুন দুনিয়া, তোমাকে যেতে হবেনা।
সম্মতি দিলেই তোমাকে নিয়ে যাবে
ভ্রমমহলে।
সংখ্যা নয়, তোমার ইচ্ছার আরাধনা
দুয়ারে দুয়ারে দুয়ারে।।