শত সাধনা শত শুদ্ধি,
যত কর জীবনে প্রবৃদ্ধি,
যত জয় করে লও হিমালয়,
তবু খোদারে কর ভয়।  


তুমি মসজিদে যাও মন্দিরে,
ওঠো মণ্ডপে ওঠো মিম্বরে,
বল আজানের বানী সবারে,
কোন শাঁখায় কিংবা মিনারে,
যদিও যাও ভজনালয়,
আমার খোদারে কর ভয়।  


তুমি বন্ধু কর জুয়ারী,  
কর ছিনতাই কর চুরি,
থাকো নেশায় যতই মগ্ন,
যতই নারীকে কর নগ্ন,
যদি যাও পতিতালয়,
আমার খোদারে কর ভয়।  


তুমি আচরণে হও দাম্ভিক,
তুমি হও যতটাই পাশবিক,
তুমি জালিম তুমি নষ্ট,
তুমি এতিমেরে দেও কষ্ট,
যদি পাপের পাহাড়ও হয়,
আমার খোদারে কর ভয়।