এখনো হৃদয় ভাঙ্গা শহরে বসে থাকি,
নদী দেখি, ফুল দেখি,
সবুজ আর লালের মিতালী দেখি,
শুধু আমার পাশে তোমায় দেখি না।
এখনো হৃদয় ভাঙ্গা শহরে বসে থাকি,
কৃষ্ণচূড়া ফোটে, ঝরে যায়
কাশফুল ফোটে, বাতাসে উড়ে যায়।
শুধু তোমার স্মৃতি আর আবেগ মন থেকে মুছে যায় না।
এখনো আমার উদাস মন,
সন্ধ্যা ঘন নিলাভ আকাশে
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি
পাখি আসে আর নীড়ে ফিরে যায়
মাঝিরা তখন দাঁড় বেয়ে তীরে ফিরে।
শুধু আলোর বিপরীতে এখন
তোমার ছায়া এসে পড়ে না রাস্তার ধারে।
তোমার মায়া এখনো পীড়া দেয়,
অনেকটা বুকের বা পাশে উঠা তীব্র ব্যথার মত।
হাতের উপর হাত দিয়ে, অল্প করে অপলক চাহনি,
এখনো আমার হৃদয়টাকে ভেদ করে
চলে যায় মহাশূন্যের শেষ প্রান্তে।
এখনো অশ্রু সজল চোখে অব্যক্ত ভাষাগুলো
আমার অস্তিত্বের মাঝে গল্প কবিতা লিখে যায়।
এই হৃদয় ভাঙ্গা শহরে,
সেই গল্প কবিতার অর্থ বোঝার কোন যন্ত্র নেই।
তবে তোমার শূন্যতার আঘাত দেওয়ার জন্য
সারি সারি অস্ত্র আমার হৃদয়ের দিকে তাক করা আছে।
এখনো হৃদয় ভাঙ্গা অন্ধকার শহরে
তোমার স্মৃতিগুলো জোনাকির আলোর মতো জ্বলে ওঠে।
তোমার ছবিগুলো কালবৈশাখীর মতো আমার মনের ভেতর,
এক ভয়ংকর ঝড়ের সৃষ্টি করে।
লন্ড ভন্ড করে দেয় শরীর আর মনের প্রতিটি অংশ।
তবুও হৃদয় ভাঙ্গা শহরে,
হঠাৎ বৃষ্টির মতো তুমি আসো না।
আমি এখনো হাসি, আমি এখনো উন্মাদ হয়ে ঘুরে বেড়াই।
আমি এখনো আগের মতই,
সিগারেটের ধূসর ছাই এ দুঃখ বিলাস করি।
শুধু সেই বিলাপ শোনার মত
হৃদয় ভাঙা শহরে আমার কেউ নেই।