দেখেছ যারা তুফানের ঝঞ্ঝা বুকে নিয়ে,
মনের ভীরুতাকে ছাপিয়ে,
     উজানের সফরে সঁপেছে প্রাণ।
ভুলো না যারা অগ্ৰগামী,
       দুঃসাহসীদের অভিযান।


    উন্নতির ওই চরম শিখরে                                        
    রেখেছে যারা দেশের মান,
    তাদের জন্য রেখো নাকো মনে            
           কোনো সংকোচ,অভিমান।


বিপ্লবী স্পর্ধা যুদ্ধ শেলে বিদ্ধ করেনি যাদের,
      অগ্রে চিত্ত নিডর থেকেছে শঙ্কা হানেনি তাঁদের।


যারা সোনার উর্দ্ধে শ্যামলতাকে              
            দিয়েছে তার দাম,
         যেন লেখা হয় আগামী সূর্যে          
                 তাঁদেরই দীপ্ত নাম।


প্রশ্রয় দিয়ে শুভ্রতাকে সত্যকে নিয়ে বুকে,
   রক্তিম পথে এগিয়েছে যাদের নিষ্ঠা স্বপ্ন সুখে।


কত না বিনীদ্র নিশিতে ,
        যুদ্ধ পরিস্থিতিতে
যারা নিজ স্বপ্নে আগুয়ান,
        তাদের জন্য গেয়ে চলি মোরা    
   আত্মত্যাগের কিছু গান।


কামান, বোমা,কিম্বা গুলি ,
          ওড়ে সাহসের পদধূলি।
সংসার সুখ অতীতে ফেলে,
         দেশের জওয়ান এগিয়ে চলে।


পাহাড়ের বুকে ,তটিনীর স্রোতে,
     বিস্তৃত মরু বালুকাতে,
সিয়াচেন থেকে বানিহাল,
    সীমান্ত থেকে সীমান্তে
গ্রীষ্ম, বর্ষা,শীতে যারা দুর্বার ,দুর্জয়,
    ভারতবিধাতা রেখেছে তাদের অমর ও অক্ষয়।


কামনা ,বাসনা পরিত্যাগ যারা করেছে ,
     দেশটা তো আজ তাদের হেতুই গড়েছে।


ব্যাকুল হিয়ার অসম আঁচলে
        যারা রেখেছে গোলাপসম ভালোবাসা,
রক্তের বুকে রক্তাঙ্কন
        বাঁচিয়ে রেখেছে স্বাধীন আশা।


জীবনের ভয় তুচ্ছ করে                            
  যারা গুলির ক্ষতে দিয়েছে প্রাণ,
          যারা চায়নি খ্যাতি ,নাম ও যশ,
নির্বাক যাদের স্বার্থরস ।


যাদের আত্মবলিদান মৌন  করেছে শত্রুর ঘ্রান,
     আজ চিত্তে ঢালি জোৎস্না তাদের, গেয়ে যাই সমবেত সুরে জয়গান।
              
                      *****