রাত গভীর হতেই শব্দরা ঘুমিয়ে পড়েছে শহরে।
নির্জনতা জেগে উঠেছে পরিপার্শ্বে।


নেড়ীকুকুরগুলি রাস্তায়। বিন্দাস ঘোরাফেরা।
মাঝে মাঝে তারস্বরে চিৎকার।
নিস্তব্ধতা ভেঙ্গে খান খান।


আকাশে পূর্ণিমার চাঁদ। যেন মেকআপ করা রমণীর উজ্জ্বল মুখ। খুব ঝলমলে।


সারা আকাশ জুড়ে ছিল আলোর রমণীয় পেলবতা।
জ্যোৎস্নার মনোরম আলিঙ্গনে জাগে সুখস্মৃতিব্যথা।


আজ দোল, কাল হোলি
মর্মে জাগে খুশির লহরী।


সুসজ্জিত পালকিতে চড়ে "শ্যাম-রাই" নগর পরিক্রমা করলেন হুগলির চন্ডীতলায়। ভক্তবৃন্দের ঢল।
আবিরে রাঙানো আকাশ-প্রান্তর, হৃদয়মন।


হিয়া আজ শিমূল পলাশ কৃষ্ণচূড়া লাল।
নগরের রাইরা বেরিয়েছে শ্যামদের খোঁজে
হাতের মুঠোয় আবির নিয়ে ---------
"আজ রং খেলবো রে শ্যাম তোর সঙ্গে।"


গঙ্গাপাড়ের প্রাচীন শহর চুঁচুড়ায়
এবার সাদা আবিরে মেতেছে সবাই
যুদ্ধের আবহে শান্তির বার্তা নিয়ে
হাতে হাতে পোষ্টার, "যুদ্ধ নয়, শান্তি চাই।"


রোদ্দুরের কড়া মেজাজে বসন্ত উৎসবে মেতে,
ক্লান্তি থাকে দূরে ঠান্ডা বিয়ার জলে
জাফরান সুবাসিত বনমুরগী বিরিয়ানি ভোজনে।


আজ দোল, কাল হোলি
মর্মে জাগে খুশির লহরী।