আমার জার্সিতে কোনো বিশেষ রং নেই,
কোনো বিশেষ নাম নেই।


আমার মনহৃদয়ে যেমন কোনো অন্ধভক্তি নেই,
তেমনি নেই কোনো ঘৃণা বা বিদ্বেষ।


আছে শুধু জাতিধর্মবর্ণ নির্বিশেষে ভালোবাসা,
মানবতার প্রতি সহমর্মিতা।


সবাই অমৃতের পুত্রপুত্রী, উঁচুনীচু ভেদাভেদ নেই।
জ্ঞান ও কর্মে সবাই মহতজন হতে পারে।


পৃথিবীতে অনেক মতবাদ আছে - রাজনীতি, বিজ্ঞান, ধর্ম, অর্থনীতি আরো অনেক কিছু সম্বন্ধীয়- জ্ঞানের বিশাল সমুদ্র! সবকিছুর গভীরে যাওয়া হয়নি, সময়সুযোগের সীমাবদ্ধতা নিয়ে বেঁচে আছি। জীবন বাঁচিয়ে রেখেছি জীবিকা নির্বাহ করে। অনেক কিছুই জানা হয়নি বা বলতে পারি বিশেষ কিছুই জানা হয়নি।


মোটেই কৃতবিদ্য নই আমি, তবে বিমৃষ্যকারী
হওয়ার চেষ্টায় রত থাকি সদাসর্বদা।


মনের দরজা জানালা সব খোলা রেখেছি।
বিবেকের এজলাসে নিয়মিত ন্যায় অন্যায় বিচারের ব্যবস্থা রেখেছি। অন্যায়ের রাজ্যে কেমন যেন দমবন্ধ হয়ে আসে। ন্যায়ের রাজ্যে মন বড় আনন্দ পায়, খুশিতে নাচে।


সৃষ্টিকর্তার দেখা নেই। তবে তাঁর সৃষ্টির দেখা পাই।


শিবিরমুক্ত আর বিবেকশাসিত হয়ে স্বধর্মে আমি বেশ ভালই আছি। বিবেক আমার আনন্দেই আছে।