মনটা ছড়িয়ে পড়েছিল
সবুজ পাহাড়ের গায়ে,খরস্রোতা নদীর ঢালে, সবুজ ধানের ক্ষেতে।


মনটা উড়ে উড়ে যেত
দিগন্তরেখার পাশে সাদা মেঘের কোলে,
নীলাকাশে সূর্যোদয়ে, অস্তগামী সূর্যাস্তে।


ভারী সুন্দর খোলা হাওয়া,
আনন্দ ধ্বনি অনবরত শোনা যেত
চঞ্চল মনমাঝে, নিভৃত হৃদয়ে।


আজ থেকে আবার শীতাতপ নিয়ন্ত্রিত জীবন।


মগজে জীবিকার চাপাচাপি
রক্তে শর্করার দাপাদাপি।


এই তো জীবন ........
বদ্ধ হাওয়া
গতানুগতিকতা
আটপৌরে যাপন।