মম গৃহপ্রাঙ্গণে
উষাকিরণে রক্তজবা হাসে।


বসন্তের দ্ধিপ্রহরে কোকিলকন্ঠ
সুমিষ্ট স্বরে
রাধাকৃষ্ণ বলে
বৃক্ষশাখে বসে।


গৃহকোণে বসা পোষা বেড়ালটি
তপস‍্যায় নিমগ্ন এক তপস্বী।


সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘের গর্জন,
কাজিরাঙ্গার গহনবনে একশৃঙ্গী গন্ডারের
অলস বিচরণ।


মায়ের কোলে শিশুর অনাবিল কান্না হাসির
স্বর্গীয় আবহ।


বিশ্বভুবন জুড়ে চলছে নিয়ত
এই প্রাণের খেলা, প্রাণের মেলা
বিচিত্র প্রাণের নব নব প্রকাশে।


"খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু,
আনমনে খেলিছ" কবি নজরুলের গানে
মহাস্রষ্টার সৃষ্টির এক অপরূপ বর্ণনা।


এ যে জীবাত্মা, প্রকৃতি এবং পুরুষের
একই প্রাণশক্তির অনুপম লীলাখেলা -


সেই পরম প্রাণশক্তির, সেই বিরাট শিশুর
অনুসন্ধানই আধ‍্যাত্মিকতা।


বড় দুর্গম, দুস্তর, দুর্লঙ্ঘ‍্য সেই পথ,
তবে সত্যি রামকৃষ্ণের যতমত ততপথ।


নেই কোনো ভেদাভেদ,
নেই কোনো বৈরি মতভেদ।


পান্থজনের পরমপিতা সনে
মিলনের মঞ্জিল যে এক।