আজি হতে শতাধিক বছর পূর্বে
ঢাকা জনপদে জন্মেছিলেন,


দেশের স্বাধীনতার বীজমন্ত্রে উদ্দীপ্ত এক সৈনিক
-- সৈয়দ আলিমদ্দিন আহম্মদ।


ভারতবর্ষ তখন অগ্নিগর্ভ,
ভারতবাসী আজাদির জন্য মরণপনে প্রতিজ্ঞাবদ্ধ।


অবিভক্ত বাংলার ঘরে ঘরে বিপ্লবী সন্তান।
মুখে স্লোগান - স্বাধীনতা চাই।


১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের সৃষ্টি,
১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন,
বাংলা উত্তাল!


ইতিহাস বলছে, বিপ্লবী হেমচন্দ্র ঘোষ
সেইসময় প্রতিষ্ঠা করেছেন "গুপ্ত সমিতি"।


দলে দলে বাংলার দামাল ছেলেমেয়েরা
ঝাঁপিয়ে পড়েছে স্বাধীনতার মহাযজ্ঞে -
সৈয়দ আলিমদ্দিন ছিলেন তাঁদের একজন।


"আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব"
- বলছেন সুভাষ।


আজাদির চেতনায় প্রতিটি ভারতীয় হৃদয়
উদ্বেলিত, উৎসাহিত, উত্তেজিত।


১৫ই অগাষ্ট, ১৯৪৭। স্বাধীনতা এল।
আনন্দধারা বহিছে ভুবনে, জনমনে।


আলিমদ্দিন, স্বাধীনতার জন্য তোমার বলিদান -
আমরা ভুলিনি, ভুলবনা।


তুমি বেঁচে থাকবে জনারণ্যে, মধ্যকলকাতার তোমার নামে "আলিমুদ্দিন স্ট্রিট" নামাঙ্কিত জনপথে।


তুমি স্বাধীনতা সংগ্ৰামী, তুমি অমর, অজেয়।
তুমি বেঁচে থাকবে কোটি, কোটি ভারতবাসীর
কৃতজ্ঞ হৃদয়ে।