গুহা থেকে বেরিয়ে সবাই
ময়দানে রাস্তায় আনন্দমেলায়।
এ ক'টা দিন বাঁধনহারা সুখ
সর্বত্র ঘুরে বেড়ায়।


গ্ৰীষ্মের দাবদাহ, বর্ষার বৃষ্টি শেষে
তুমি এসেছ শরৎ, হেমন্ত শীতের পরশ নিয়ে।
আকাশে বাতাসে ভাসে মনোরম স্নিগ্ধতা
হৃদয়-নয়ন খুঁজে বেড়ায় তন্বীদের শুচিস্মিতা।


অনেকদিন তোমার দেখা নেই
কাছে থেকে অনেক দূরে, মনে নেই?
এসো নবমীর সকালে, অঞ্জলি দিয়ে
প্রসাদ পাব পাশের দুর্গাবাড়িতে।
জমিয়ে হবে গল্পগুজব আড্ডা
কব্জি ডুবিয়ে খাওয়া----
চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুরি, রগন জোশ
নেই কোনো মানা।
তারপর ওটিটিতে ছবি দেখা।


পুজো এলে মনে পড়ে কাছের মানুষদের
এবার একসাথে দেখব 'কাছের মানুষ'
আইনক্সে বা সিনেপলিসে কোনো এক শপিংমলে।
গান শুনব ইউটিউবে, কবিতা পাঠ ফেসবুক পেজে।


আনন্দমাঝে বিষাদের সুর বাজে
ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে
বঞ্চনা-বিক্ষোভে দুর্গারা যে ধর্নামঞ্চে।