গভীর নিশ্চুপ রাত, শিশির বিন্দুরা ঝরে পড়ছে
বৃক্ষপাতায়, খড়ের চালে।


কয়লা বোঝাই, বালিপাথর বোঝাই লরি যাচ্ছে
হেঁটে হেঁটে মেঠোপথে।


শুল্কদ্বারে বসে আছে চাদরমুড়ি দিয়ে ভানু শেঠ,
রমরমিয়ে বাড়ছে অনর্থের অর্থ।


বোমাবাজি, দলবাজি। মৃত্যু আসে আচানক।
জিঘাংসুরা জেগে উঠে উল্লাসে।
প্রতিশোধের আগুন জ্বলে। বাতাসে শবপোড়া গন্ধ ভাসে।


রমরমিয়ে বাড়ছে অনর্থের অর্থ।
মানুষ তাই পুড়ে মরে।