বছর শেষে ভোররাতে বসে আছি নীরবে নিভৃতে গৃহকোণে। বিশ্বপিতা স্মরণে আজানভজনের শব্দতরঙ্গরা ভেসে বেড়াচ্ছে আকাশে বাতাসে।


বাতাসে হিমের পরশ। শিশির চুম্বনে পুলকিত পত্রপুষ্পরাজি।


গভীর শ্বাসপ্রশ্বাসে চলছে তনুমন প্রক্ষালন। অন্তরাত্মার খোঁজ সাধন। দেয়াল ঘড়িতে প্রতি সেকেন্ড বয়ে যাওয়ার শব্দ শুধু স্পষ্ট।


ধীরে ধীরে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর অনুভূতি জেগে উঠে বলে, " তোমার শরীর ও মন সব জায়গায় বড় বেশি 'আমি'র বাস। নম্রতা যেন বহে দেহমনে।"


আহত চিত্ত থেকে কান্না ঝরে পড়ে কিছু সময়।


মনে মনে বলি - এই দীনতা ক্ষমা করো প্রভু।