ভূত ভবিষ্যতের করিডোর দিয়ে হেঁটে যাতায়াত মুহূর্ত দিন।


অতল স্মৃতিসাগর বা কল্পনার রঙীন আকাশে ঘুরে বেড়ানো প্রতিদিন।


পেন্ডুলাম মন অস্থির নিত্যদিন।


বুদ্ধ ধ্যানে বসেছেন, মন কিছুতেই বাগে আসছে না। মনে পড়ছে ফেলে আসা দিনগুলির কথা। কখনও কখনও ভবিষ্যতের স্বপ্নে বিভোর হচ্ছে মন। ফিরে যেতে চাইছে কামিনী কাঞ্চনের কাছে।
যাতনাময় দিন।


সময় সময় মনে ঢুকে পড়ে একটি বাঁদর। এ গাছ থেকে‌ ও গাছ, মন মাতে আবিষ্কারে, চলে বাঁদরামি উজাড়।
খুশির দিন।


ভোরবেলা ঘুম ভেঙে যায়। মনের আকাশে ভেসে উঠে বাজারের ব্যাগ, বাস ট্রেনে ভ্রমণ, ঘর্মাক্ত কলেবর, অফিসের কড়া মনিবের মুখ।
দুঃসহ দিন।


অনেকদিন হল মনের বাঁদরটাকে আর খুঁজে পাইনা। নিঃশ্চল অসজীব মন।
গতানুগতিক দিন।