বাইশে শ্রাবণ, বাঙ্গালী জনজীবনে এক স্মরণীয় দিন।


ঝর ঝর বর্ষায় হোক বা কাঠফাটা রোদ,
আসে সে বার বার প্রতি বার....


এবার বিশ্বকবির উনআশিতম মহাপ্রয়াণ দিবসে
অতিমারির আবহে নিজগৃহে থেকে করি
মহামানবের পুণ‍্যতিথি স্মরণ।


বিশ্বব‍্যাপী রবিপ্রেমী যে যেথায় আছে,
মেতে উঠে কবি স্মরণে এই দিনটিতে।


গানে, কবিতায়, নৃত‍্যে, আলোচনায়, ওয়েবিনারে
বিশ্ব মুখরিত হয় রবিবন্দনায়।


রবিসৃষ্টির এক মহান স্থান,
বোলপুরের শান্তিনিকেতন;


বিশ্বমানচিত্রে পরিচিত ব‍্যতিক্রমী শিক্ষার
এক পুণ‍্যস্থান।


হে মহাকবি, চিরভাস্বর, চিরনবীন ঋষি,
বাংলার রবীন্দ্রনাথ,
লহ মোদের প্রণাম!