সময়ের লাশ আজ কফিনে বন্দী।


কাজের ফাঁকে কবিতার কোনো লাইন আসেনা।


জানালা দিয়ে এক চিলতে বৃষ্টি মাখা রোদ কখন এসে চলে যায়, খেয়াল যেন বেখেয়ালিপনায় নিমগ্ন।


অন্তরে এক দুর্ভাগা স্বপ্ন, ছুটছে বেঘোরে সব ভুলে মরীচিকা পানে।


সময়ের মুক্তি আর দূরে নয়, ক্লান্তি যাবে মুছে।


কবিতারা আবার ভীড় করে আসবে অফুরন্ত অবসরে।