সীমানা পেরিয়ে আসছি তোমাদের দলে।
পাসপোর্ট হয়ে গেছে, ভিসাটা আসতে বাকি।
আর মাত্র ছ'মাস, সময়ের দূরত্ব।


কেটে যাবে কালবেলা। রক্তে চাপ তাপ শর্করা বিদায় জানাব হাসিমুখে।


এখন প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে
এক গ্লাস জল আর একটি ক্যাপসুল,
--- "কর্মনেশা"র ক্যাপসুল।


দিনরাত যেন কাজের নেশায় ব্যস্ত থাকি।
কাজের নেশা, টার্গেটের নেশা প্রফিট-এর নেশা।


অনেকদিন হলো কোনো খেলার মাঠে যাওয়া হয়নি
বা কোনো গানের জলসায় বা কোনো কবিতা পাঠের আসরে।


আমার সময় সুখ দুঃখ ভালোবাসা সব বন্দী হয়ে আছে কর্মনেশার বেড়াজালে।


টানেলের মধ্য দিয়ে যাচ্ছি, শেষ সীমানায় এসে পৌঁছেছি।


টানেলের শেষপ্রান্তে আলো দেখতে পাচ্ছি।
ভোরের সূর্যের আলো,
নবজীবনের আলো।


আর মাত্র ছ'মাস, সময়ের দূরত্ব
সীমানা পেরিয়ে আসছি, তোমাদেরই দলে।