বর্ষবরণের রাত আজ ধুঁকছে হাসপাতালের ট্রমা কেয়ারে।


১ লা জানুয়ারি, ২০২৩, কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব।


১৩৭ বছর আগে ঠাকুর রামকৃষ্ণ এই উদ্যান বাটিতেই কল্পতরু হয়ে ভক্তদের আশীর্বাদ করেছিলেন -----


" তোমাদের চৈতন্য হোক।"


যজ্ঞ, হোম, পুজো চলছে উদ্যানবাটিতে।


স্বামীজি সবাইকে বোঝাচ্ছেন -------
" আমাদের অস্তিত্বে পাঁচটি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ও ত্বক আছে আর আছে ষড়রিপু বা ছ'টি শত্রু -- কাম ক্রোধ লোভ মোহ মদ (অহংকার) ও মাৎসর্য (হিংসা)।


বিবেক বুদ্ধি বিচক্ষণতা দিয়ে পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণের মাধ্যমে ষড়রিপু বিনাশ সাধনে উন্নতমানের জীবন যাপন আমাদের লক্ষ্য।"


১ লা জানুয়ারি, ২০২৩, পার্ক স্ট্রিটে বর্ষবরণ উৎসব।


পঞ্চ ইন্দ্রিয় সক্রিয়। ষড়রিপুর প্রকাশে উদ্দাম উল্লাস। গোবলিন মোডে ভাসছে সবাই।


বিবেক বুদ্ধি বিচক্ষণতা মোহাচ্ছন্ন।


বর্ষবরণের রাত তাই আজ ধুঁকছে হাসপাতালের ট্রমা কেয়ারে।