আদিম মিলন যজ্ঞ প্রাতিষ্ঠানিক গৌরবে আজ উজ্জ্বল।
কৌমার্য মৃত্যু উদযাপন, উল্লাস উৎসবে মাতোয়ারা।


যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব।


কুসুমকন্টক আকীর্ণ পথে পথচলা
বিচিত্র দীর্ঘ সময়ে যৌথ সমঝোতাপত্র
মেনে উত্তরণের স্বপ্নে বিভোর
এক নবজীবনের অঙ্গীকার।


আজ মধুমাখা দিন। প্রখর তাপে তাপিত করে বৈশাখের সূর্য বিদায় নিয়েছে কিছুক্ষণ।


তিমির আচ্ছন্ন আকাশে তারারা লুকিয়ে
মেঘের আড়ালে।


পুষ্পসৌরভে মাতাল হাওয়ায়
ভালোবাসার ফিসফিসানি।


বৈকুন্ঠে আজ মিলন উদযাপন
ঋতাভরী ঋত্বিক যেন লক্ষ্মী নারায়ণ।
পুষ্পবৃষ্টি করে প্রিয়জন।