বিজ্ঞান:


বিজ্ঞান মানে অনুসন্ধান,
বিজ্ঞান মানে অন্বেষণ;
বিশ্বের সৃষ্টির কারণ।


বিজ্ঞান মানে সুসংহত, সুশৃঙ্খলিত পদ্ধতি,
বিজ্ঞান মানে গবেষণাগারে প্রমাণ দিয়ে
আদায় করা স্বীকৃতি।


বিজ্ঞান মানে পুঙ্খানুপুঙ্খ বিচারধারা,
বিজ্ঞান মানে কার্যকারণ সম্পর্ক থাকা।


বিজ্ঞান মানে মহাকাশের রহস্য ভেদকরা -
গ্ৰহ,উপগ্ৰহ,নক্ষত্রের শূন্যে ভাসমানতার
কারণ খোঁজে বের করা।


বিজ্ঞান মানে ছোট্ট একটি বালুকণার
অস্তিত্বের রহস্য ভেদ করা -
প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের ছন্দময়
গতিশীলতায় বিচরণ করা।


বিজ্ঞান মানে পারমানবিক শক্তি সহযোগে
বিদ্যুৎ উৎপাদন,
বিজ্ঞান মানে হিরোসিমা নাগাশাকিতে
পরমাণু বোমা বিস্ফোরণ;


তাই কেউ বলছে বিজ্ঞান আশীর্বাদ,
কেউ বলছে অভিশাপ।


বিজ্ঞান মানে সৃষ্টি,
বিজ্ঞান মানে ধ্বংস;
ভালো আর মন্দের দ্বন্দ্ব।


বিজ্ঞান মানসিকতা:


বিজ্ঞান পৃথিবীকে জানার, পৃথিবীকে বোঝার
মোদের অবলম্বন।


বিজ্ঞানের চোখে মোরা দেখব,
বিজ্ঞানের তত্ত্বে মোরা শিখব।


বিজ্ঞান মানসিকতায় মোরা বিচার করবো,
বিজ্ঞানকে মোরা সমাজের, দেশের
উন্নতির কাজে লাগাবো।


আমরা করবো জয় নিশ্চয়।