চৈত্রের শেষদিন। আকাশে রাগী সূর্য আগুন ঝরাচ্ছে। দিল্লী বিমানবন্দর।
সূর্যস্নাত আমরা উষ্ণ হাওয়ায় উতলা ক্ষণকাল।


বন্দরপ্রান্তে কংক্রিটের উঠোনে দু'টো শালিখ।
উড়ুক্কু মনে ঘুরে বেড়াচ্ছে। জঠরে অগ্নিপ্রবাহ যেন।


দূরদিগন্তে চেয়ে দেখি সারি সারি কংক্রিটের গাছগুলো আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে। স্বপ্নে দেখা বাড়ি।
গাছগুলোতে লেপ্টে থাকা যন্ত্র থেকে শীতল হাওয়া বেরুচ্ছে। শীতাতাপ নিয়ন্ত্রিত আবহাওয়া।


রাজধানীতে পাথরকুচি বিটুমিনের মসৃণ রাস্তা।
তেলপুড়ছে। আরামপ্রদ ভ্রমণ। বাতাসে কার্বনমাত্রা বাড়ছে।
বিশ্বউষ্ণায়নের জুজুবুড়ি দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে।


বিকেলে যখন পশ্চিমে সূর্য ডুবে গেল, চারিধার অন্ধকার করে কালবৈশাখির ঝড় উঠল।
নগরীর হাওয়া শীতল হল। স্বস্তি নামল নাগরিক জীবনে।


উন্নয়নের মোড়কে নগরী সেজে উঠেছে। লম্বা লম্বা ফ্লাইওভার শুয়ে আছে রাস্তায়।
বিশাল বিশাল স্কাইস্ক্রেপার বাড়িঘর বাজার।


নগর ছেড়ে সবুজরা সবাই চলে গেল কি অরণ্যে!