গড়িয়াহাট উড়ালপুলের নীচে
বসে আছে একটি প্রাণবন্ত ছেলে
সবুজ ডাবের পসরা সাজিয়ে।


প্রতিদিন প্রাতঃভ্রমণ সমাপনে
একটি কচি ডাব তুলে দেয়
আমার মুখে - আহা কি প্রশান্তি!


' একদিন আপনি না এলে বাবু
আমার মনটা ক‍্যামন করে'
-- বলে ডাবওয়ালা ছোট্ট ছেলেটি।


একদিন না গেলে আমার মনটাও
ক‍্যামন করে, ছোট্ট ছেলেটির মুখটি
মনের দর্পণে ভেসে উঠে।


সকালবেলায় না গেলে বিকেলবেলায়
চলে যাই হেঁটে হেঁটে ছোট্ট ছেলেটির পাশে।


কিসের আকর্ষণ?
ছেলেটির না ডাবের - বুঝতে নারি।