অনেকদিন পর আজ কলকাতার গায়ে
ঝকঝকে রোদ্দুর, এক উজ্জ্বল সকাল।


মেঘেরা লুকিয়ে আছে দিগন্তরেখাতলে
কিছু সময় পর দখল নেবে নীলাকাশে।


আজ রাখীবন্ধন
ভাই বোনের এ যে চিরবন্ধন
জাগে প্রাণে প্রাণে স্পন্দন
যেখানে থাকো স্বর্গ, মর্ত‍্য বা বৃন্দাবন।


রজনীগন্ধা আর ডেইজি ফুলের রাখি
অপূর্ব গন্ধে ভরা, সাথে মনের মাধুরী
ভাইয়ের সুদৃঢ় মণিবন্ধে শোভাময়ী।


একে অন‍্যের সফলতার, সুরক্ষার আর্তি
এ যে রাখিবন্ধন, রক্ষাবন্ধন, চিরবন্ধন।


আফগান বোনেদের আজ বড় দুঃসময়
লাঞ্চনা, গঞ্জনায় সৃষ্টির দোয়ার কাঁটাময়।


বসে আছি পাশাপাশি দু'জনে জীবনসঙ্গী
আকাশপানে চেয়ে সন্ধ‍্যাকালে যেন উদাসী
জ‍্যোৎস্না এসে জড়িয়ে ধরে যেন মমতাময়ী।


রাধাকৃষ্ণ দোলে মেঘের কোলে
নয়নে, হৃদয়ের গভীরে।