নিমগ্ন হই ধ‍্যানে প্রতি প্রভাতে
সূর্য যখন প্রদীপ্ত পূব আকাশে।


অন্তর্জগতে বিচরণ
দেখার চেষ্টা করি মনের আলোড়ন।


অনেক ছবি ভেসে উঠে, অনেক গল্পকথা
মনে জাগে আগ্নেয়গিরি উদ্গীরণে।


পুরণো স্মৃতিগুলো উঁকি দেয়
ভুলে ছিলাম এতসময়, সুসময়।


ভূত ভবিষ্যত বর্তমান
দুঃখ কষ্ট আনন্দ ভয়
সবাই এসে হাজির হয়।


ধ‍্যানজগত, সজীব স্বপ্নজগত
সময় কাটে আনন্দজগত।


ধ‍্যান, চিন্তাবিমুক্ত মনের সাধন
কিছুতেই হয়না ধারণ, জানিনা কারণ।


ভাবজগতে সঞ্চরণ
ধ‍্যানভঙ্গে কবিতার জাগরণ
কখনও বা কখন।