দাঁড়িয়ে আছি সান্ধ‍্যক্ষণে
আলো আধাঁরির আকাশ দেখব বলে ---


দিন বলে আমার আকাশে আছে
দীপ্ত দিবাকর।


রাত বলে আমার আকাশে আছে
মিষ্টি চাঁদ আর হাজার হাজার
মিটি মিটি উজ্বল তারা।


ঝাঁকে ঝাঁকে পাখিরা কুলায় ফিরে
সন্ধ‍্যাবেলায়।


দাঁড়িয়ে আছি, তুমি আসবে বলে
জোছনারাতে রম‍্যবীণায়।



বসে আছি পাশাপাশি
রক্তিম বেশে, দিনের শেষে।


উষ্ণ বক্ষের শুধু ফিসফিসানি
নয়নে নয়নে নীরব চাহনি।


নিস্তব্ধ রাতে অমর প্রেমের কাহিনী।


বেঁচে আছি দু'জনে পাশাপাশি, সুখবিলাসী‌।