#চতুর্থী #


চতুর্থীর সন্ধ্যায় কলকাতার রাস্তায়
আকাশে মেঘ নেই, বৃষ্টির দেখা নেই
রাস্তায় যানজোয়ার, ফুটপাতে জনজোয়ার।


বালিগঞ্জ কালচারাল এসোসিয়েশন,
ত্রিধারা, দেশপ্রিয় পার্ক। বিগ বাজেট।
পূজা এবার জমেজমাট।


আমরা দুজনে আলোছায়ায়
হেঁটে হেঁটে ওরা ঘাম ঝরায়
গলির মোড়ে আইসক্রিম খায়।


# ষষ্ঠীর সকাল #


আজি প্রভাতে ষষ্ঠীশঙ্খ বাজে মন্ডপে মন্ডপে
ভোরের আলো প্রকাশে মানুষ নেমেছে পথে
উৎসাহ উদ্দীপনা তুঙ্গে পুজো উদযাপনে।


পুরোহিতরা এসে গেছেন বোধনের আয়োজনে
হাতে কাঠি, পিঠে ঢাক, ঢাকিরা সব দিচ্ছে হাঁক।


একডালিয়া আর সিংহী পার্ক, বালিগঞ্জে খুব যে নামডাক, পুজোয় সবাই আসে একবার,
মন যে বলে বারবার।


শারদপ্রাতে গাছের পাতায় পাতায় হাওয়ার নাচন
সরোবরের জলে মিষ্টি রোদের অবিরাম বর্ষণ।


# ষষ্ঠীর বিকেল #


ষষ্ঠীর দুপুর গড়িয়ে বিকেল
রাস্তায় জনতার ঢল।
প্রাণের উৎসবে চারিধার সমুজ্জ্বল।


গুটি গুটি পায়ে এগিয়ে যায় সবাই
মুদিয়ালির পুজোসাজ দেখে শিবমন্দিরে পাড়ি জমাই।


মুদিয়ালিতে শুভ্রসুন্দর মায়ের বেশ
জমকালো পরিবেশ।
শিবমন্দিরে দুর্গা মা ভীষণ রাগ করেছে
শিবঠাকুর ভাং খেয়েছে তাই।


বৃষ্টি নামে ঝমঝম, বালিগঞ্জ দুর্গা বাড়ির জলসা ঘরে
"অঞ্জলি লহ মোর সঙ্গীতে ---------"
শুনে বাড়ি যাই।


# সপ্তমী অষ্টমী #


বালিগঞ্জে বাড়ির পাশে দুর্গা বাড়ি
নব্বই বছরে সবাই মিলে উদযাপন করি।
মন্ত্রোচ্চারণে অঞ্জলি, লাইনে দাঁড়িয়ে
খিচুড়ি ডালনা পায়েসের কুপন কাটি।
বিকেলে সিনেপলিসে "কাছের মানুষ" দেখি।
অষ্টমিতে সন্ধি পুজো, মায়ের সামনে আরতি,
ঢাকের বাদ্যি, কাঁসর ঘন্টা, শঙ্খ ধ্বনি
ষোড়ষোপচারে মায়ের পুজো, হৃদয়ে অম্লান স্মৃতি।


# নবমী #


নবমীর প্রভাতে পথে নেমে মন্ত্রোচ্চারণে
পরিশোধিত মনে হেঁটে যাই অনাবিল আনন্দে।
হিন্দুস্থান পার্ক সর্বজনীন ব্যস্ত পুজোর আয়োজনে।


শান্ত সরোবরে মৃদুমন্দ বাতাসে অবিরত জলের বয়ে চলা, নিশ্চুপ গাছে পাতাদের আনন্দে নুইয়ে দোল খাওয়া।


মন্ডপে মন্ডপে পুরোহিতের নবমী পুজোর মন্ত্রধ্বনি
ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে গৃহে গৃহে পুরজনে।


বিষাদের ছায়া ঘনাইবে মনে মনে বিকেলে সন্ধ্যা রাতে
মায়ের বিদায়ের সুর করুণ হয়ে বাজবে প্রতি হৃদয়ে।


# দশমী #


দশমীতে মা চলে যাবেন শিবের শিবিরে বৈকুন্ঠে
বছরভর অসুরবধে পাশে পাবে সবাই তাঁকে।
শুভ বিজয়া দশমী সবাইকে।


সরোবরে জলের খেলা
আকাশে সাদা মেঘের ভেলা
নীল আকাশে যেন সবুজের মেলা
মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা
প্রাণে প্রাণে মিলন মেলা
এ যে বিশ্বমায়ের লীলাখেলা।