সারেঙ্গাবাদের সেই ছেলেটা
ডাকাবুকো অকুতোভয়
রাতে শ্মশানে যেতে ভয়
নৃমুন্ডমালিনী কালী, শুধু ভূতের ভয়।


আকাশটা সাজিয়েছিল ধীরে ধীরে
সাতরঙ্গা রংধনুতে
কি ভীষণ দ‍্যুতি, কি গভীর ব‍্যাপ্তি!


চিত্ত থেকে চিত্তে সম্মোহন
সবার মনে বাঁশি বাজায় জনমোহন।


খেলে যায় সারা মাঠে সারা বেলা
হারজিত দলবদল নিয়মের খেলা।


উজ্জ্বল আলোকবৃত্তে সদা হাস‍্যময়
গল্পকথায় জমে উঠে রসেবশে রসময়।


সারাঙ্গাবাদের শিবমন্দির চাতালে
শনিবারি খোশমেজাজি বৈঠকে
সেই ছেলেটা আর আসবেনা।


গান স‍্যালুটে সে নিয়েছে যে বিদায়
কলকাতায়।