আজকাল ঘুমের দেশে চলে যেতে
মন বড় আকুলিত, রাতে বা দিনে।


দিনকাল পরিবেশ বড্ড যেন যন্ত্রের মত
কাজে রত, একঘেয়ে যাপনে।


কাজেকর্মে কাকস্বরে চিৎকারে
তনমনে বিষণ্ণতা খেলা করে
সারা দিনজুড়ে।


ঘুমের দেশে স্বপ্নরাজ্যে সময় কাটে
আত্মহারা হয়ে, অনাবিল আনন্দে।


ভাদ্রের মধ্যদুপুরে ঘুম থেকে উঠে
তালের বড়া সহযোগে ভালোবাসার
এক পেয়ালা চা, বাইরে আকাশে
একটি পায়রা মেঘ দেখে নাচে।


জেগে থাকার যন্ত্রণা উপশমে
মজে যাযাবর মন
ঘুম পাড়ানি গল্পের নেশাতে,
এদিক ওদিক একাকী ভ্রমে সর্বনাশের খেয়ালে।