আজ সকালবেলা থেকেই মুখ গোমড়া করে বসে আছ
এক নৈরব্যাক্তিক নিরাশাসঙ্কুল বাতায়নে।


মনে হয় বেশ পরিকল্পিতভাবে নির্বাসন দিয়েছ
অরুণআভাকে গহন গভীর অরন্যে।


বোঝাই গেলনা মধ্যগগনের ভাস্কর কখন
রোজকার অভ্যেসমতো হেলে পড়ল পশ্চিমদিগন্তে ।


কখনও ইলশেগুঁড়ি আর কখনও বা ঝম ঝম করে
বর্ষণমুখরিত শ্রাবণদিনে অনুরণিত হলে কবিমনে।