কালো, সে তো সব আলো শুষে নেয়,
তাই সে কালো।


সব কালো টাকা সিন্দুকে জমে জমে পাহাড়,
কালো বলে চোখে দেখা যায় না।


নোট বাজেয়াপ্তিতে সিন্দুক কি খালি হলো?
হাসে সবাই, কেউ কিছু জানেনা।


একদল হাততালি দিচ্ছে,
আরেকদল শুধু ভাষণবাজি,
শুনছে জনগণ।


পুরনো টাকা আর নেই। সব বাজেয়াপ্ত হয়েছে।
জমা পড়েছে কেন্দ্রীয় ব‍্যাঙ্কের ভাঁড়ারে।


নতুন রঙ, নতুন কলেবর, নতুন নম্বর,
আর নতুন সুরক্ষা বৈশিষ্ট্য নিয়ে ঝকঝকে
টাকার নোট আবার বেরিয়েছে।


নতুন নোটের গন্ধে সবাই মাতোয়ারা।


তবে এখন জনান্তিকে শোনা যায়,
কালো টাকার সিন্দুক আবার ধীরে ধীরে
ভরে উঠছে। কি সাংঘাতিক কথা!


তবে কি আবার নোট বাতিল হবে?
কুলীন ও কাঞ্চন মূল্যে গর্বিত নোটগুলি?


সমস্তধরণের আর্থিক লেনদেনে সরকার কি
পণ‍্যপরিষেবাকর পাচ্ছে না? এখনও কি
ফাঁকিবাজি চলছে?


করের হারটা একটু কমালে হয় না!
আমরা সবাই মিলে সরকারের অর্থভান্ডার
পূর্ণ করে তুলবো।


সরকার রাস্তা বানাবে,নদীর উপর সেতু বানাবে।
গ্রামে গ্ৰামে স্কুল হবে, হাসপাতাল হবে,
আরো কত কিছু হবে!


সবাই শিক্ষা পাবে, সবার স্বাস্থ্য ভালো থাকবে।
পরিযায়ী শ্রমিকদের দুর্দশা লাঘব হবে।


আমরা খুশির আনন্দে নাচব, গাইব।
আমরা হাততালি দেব........