আজ সন্ধ্যায় রাস পূর্ণিমার চাঁদ
নেমে এসেছিল কলকাতায় গড়িয়াহাট মোড়ে।


ব্যস্ত পথ বিপণী, ইলেকট্রনের আলোয় ঝলমলে চারিধার।


জ্যোৎস্না তাই চলে গেল ফিরে অভিমানে
বলে গেল আবার আসবে গভীর রাতে
ফুটপাতে বা যারা থাকে খোলা আকাশের নিচে
অট্টলিকার পাশে ঝলসানো রুটি হয়ে
অভুক্ত মায়ের কোলে শিশুর কাছে।


ক্ষুধা নিয়ে কলকাতার ফুটপাত জাগে জ্যোৎস্নাময়।