মা মানেই, ভোরের সূর্যের মিষ্টি উত্তাপ।


মা মানেই, গ্ৰীষ্মের দুপুরের ঘুমপাড়ানি গান।


মা মানেই, শিশুকালে মায়ের কোলে কোলে
দোলে দোলে, হাঁটা চলায় হোঁচট খাওয়া।


মা মানেই, গলায় আলিঙ্গনে মায়ের গালে
শিশুর খুশী ভরা আদরচুম্বন।


মা মানেই, রামায়ণ, মহাভারত আর কত কি
গল্পকথা।


মা মানেই, হাতে বানানো পিঠেপুলি আর
লুচি পায়েসে ভরা আমোদ ভোজন।


মা মানেই শীতকালে হাতে বোনা রঙ-বেরঙের
পশমীজামা গায়ে আমেজভরা দিনযাপন।


মা মানেই, ছুটিতে ছুটিতে মামামাসীপিসিদের
বাড়িতে গিয়ে আম,জাম, কাঁঠাল খাওয়ার এক
দুর্বার আকর্ষণ।


মা মানেই, দুষ্টুমিভরা শিশুবেলায় বাঁচিয়ে দেয়া
গুরুজনের নির্ঘাত নির্দয় প্রহারের হাত থেকে।  


মা মানেই, স্নেহ, মমতায় স্পর্শে ভরা আজীবন।


মা মানেই, ছায়া সুশীতল স্নিগ্ধতা আর মুগ্ধতা
সারাজীবন।


মা মানেই, এক নির্ভার নির্ভরতা অনুক্ষণ।


মা মানেই, ভালোলাগা এক অনুভূতি সর্বক্ষণ।


মা মানেই, সন্তানসুখে এক নিঃস্বার্থ আত্মত‍্যাগের
অমরগাথা।


মা মানেই, সর্বংসহা সদাহাস্যময়ী এক মহতীদেবী।


মায়ের জন্মদিনে শতকোটি প্রণাম।