আকাশ আজ সকাল থেকেই
মুখভার করে আছে
বৃষ্টির পূর্বাভাস প্রজ্ঞাপনে।


অন্তরে বাহিরের আহ্বান, ঘর থেকে বেরিয়ে পড়ি
ফুটপাত দিয়ে বালিগঞ্জ থেকে পার্কসার্কাসের দিকে
ব‍্যস্ত নগর, সবাই ছুটছে গাড়ীঘোড়া মানুষজন।


হঠাৎ রাস্তার মোড়ে ভীড়
মলিন পোশাকে দলবেঁধে
যীশুর শিশুরা আসছে;
মিষ্টির প‍্যাকেট নিয়ে যাচ্ছে
দাদাদিদির কাছ থেকে।


আজ ১৪ নভেম্বর, চাচা নেহরুর জন্মদিন।


"সঠিক শিক্ষা, সঠিক পুষ্টি, শিশুরা দেশের
ভবিষ্যত", দাদাদিদিরা বলছেন অনর্গল।


সাংবাদিকদের ক‍্যামেরায় ছবি ও সংবাদ বন্দী হচ্ছে
আগামীকাল সংবাদপত্রে পরিবেশনের জন্যে।


এই শিশুরা থাকে অলিতেগলিতে ফুটপাতে ঝুপড়িতে, কাটে দিনকাল নিয়তির নিষ্ঠুর অভিসম্পাতে।


স্কুলের চৌকাঠ পেরোয়নি কখনও,
বইয়ের পাতায় চোখ বোলায়নি কখনও,
উচ্ছিষ্ট ভোজনবিলাসী যীশুর শিশুরা আজ রাস্তায়


একটি মিষ্টির প‍্যাকেটের আশায় ছুটছে
দলবেঁধে ছুটছে........


আজ শিশু দিবস, চাচা নেহরুর জন্মদিন।


যীশুর শিশুরা ছুটছে
একটি মিষ্টির প‍্যাকেটের আশায়
দলবেঁধে ছুটছে......