আজ একুশে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।


পত্রিকায় বিশাল বিজ্ঞাপন
রেডিও টেলিভিশনে গান কবিতা বক্তৃতা।
হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অমর একুশ
ছড়িয়ে পড়া, অন্তর্জালিক উৎসব উদযাপন!


আমরা ভারতবাসী, ভাষা বৈচিত্র্যে গরীয়সী।


হোক না শপথ আজ
সকালবেলার প্রভাতী শুভেচ্ছাগুলো
বাংলা, অসমীয়া ওড়িয়া, বোরো, ডোগরী,
নেপালী, সাঁওতালী, কোঙ্কনী, ককবরক .....
ভারতীয় ভাষায় লিখবো আমরা।


কেন শুধু ইংরেজিতে 'গুড মর্নিং লিখা
প্রতিদিন 'একুশ'কে ভুলে থাকা।


মাতৃভাষায় লিখাপড়াকথা বলা হোক না প্রতিদিন,
কেন শুধু নিজের সাথে মিছিমিছি প্রবঞ্চনা,
ফাঁকি দেয়া।


কেন শুধু মাতৃভাষা স্মরণউৎসব উদযাপন একদিন
মাতৃভাষা ভুলে ভুলে সারাটা দিন যাপন প্রতিদিন।


ত্রিপুরা থেকে আসা আমার বন্ধু বলল,
" 'কক' অর্থ ভাষা আর 'বরক' অর্থ মানুষ,
তাই 'ককবরক' ত্রিপুরি মানুষের ভাষা।"


চল আমরা ত্রিপুরায় ককবরক ভাষায়
লিখিপড়ি কথা বলি। ককবরক ভাষা শিখি।


বেঁচে থাকো তুমি কলমেকন্ঠেনয়নেহৃদয়ে
হে আমার মাতৃভাষা, মায়ের মুখের মধুর ভাষা।


সালাম বরকত রফিক  জব্বার শফিউর,
তোমাদের সালাম!